'একটু সরে বসুন', না না আপনাকে বলছি না, এটা কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরের ছবির নাম। নাম শুনেই অন্যরকম লাগছে না। বনফুলের 'পাশে পাশে' গল্প থেকেই ছবি বানাচ্ছেন পরিচালক। চাকরির খোঁজে শহরে আসা এক যুবককে নিয়েই গল্প।
ছবিতে তারার মেলা। রয়েছেন ঋত্ত্বিক চক্রবর্তী, ইশা সাহা, পাওলি দাম এবং পায়েল সরকার। আদ্যন্ত কমেডি ঘরানার ছবি। গ্রাম থেকে চাকরির তাড়নায় শহরে আসা এক সহজ সরল যুবকের কলকাতার চোরাগোলিতে পাক খাওয়া, নতুন রাস্তা খোঁজার গল্প।
Amitabh-Anushka: বিনা হেলমেটে বাইকে, অমিতাভ-অনুষ্কার বিরুদ্ধে পদক্ষেপ মুম্বই পুলিশ
রাশি রাশি সাসপেন্স থ্রিলারের ভিড়ে সাহিত্য নির্ভর এমন হাস্যরসাত্মক ছবি নিশ্চয়ই মন জয় করে নেবে দর্শকদের।