Kanchan-Sreemayi: বিয়ের ৮ মাসের মাথাতেই ঘর আলো করে এল কন্যে, কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের সাক্ষী ছিল কৃষভি?

Updated : Nov 04, 2024 17:45
|
Editorji News Desk

ভালবাসা বয়স, ধর্ম, রঙ এসবের ধার ধেরেছে কবেই বা? তবুও  বহু বিতর্কের কাঁটায় রক্তাক্ত হয়ে, বহু অপেক্ষার পর অবশেষে চলতি বছরেই মার্চ মাসে চার হাত এক হয়েছে কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের| কাঞ্চনের থেকে ২৭ বছরের ছোট শ্রীময়ী, কিন্তু তাঁদের প্রেমে বয়সের বেড়াজাল নেই| আর কাঞ্চনের বয়স যেন কার্যত ভুলিয়ে দিয়েছেন শ্রীময়ী, এমনটাও বহুবার বহু সাক্ষাৎকারে বলেছেন কাঞ্চন। 

কাঞ্চন শ্রীময়ীর ঘরে লক্ষ্মী এল: 


বিয়ের ৮ মাসের মাথাতেই সুখবর শুনিয়েছেন এই চর্চিত দম্পতি। দীপাবলির পরের দিনেই তাঁদের ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যে। বিয়ের পর বিভিন্ন মুহূর্তের ছবি দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। কিন্তু তিনি যে মা হতে চলেছেন তা কিন্তু কাকপক্ষীকেও টের পেতে দেননি। অথচ উৎসব-উদযাপনে একটি অনুষ্ঠানও বাদ দেননি শ্রীময়ী-কাঞ্চন। অথচ কেউ ঠাওরই করতে পারেনি এমন কোনও সুসংবাদ দিতে চলছেন তাঁরা। 


মা হওয়ার পর কেমন অনুভূতি? 


শ্রীময়ী জানান, মা হওয়ার এক অদ্ভুত অনুভূতি। তিনি যে একটা প্রাণের সৃষ্টি করেছেন, এযেন বিশ্বাসই হচ্ছে না তাঁর। কাঞ্চন নাকি খালি বলছেন, সেই নাইনে পড়া মেয়েটা মা হতে চলেছে ভাবতেই পারছেন না তিনি। 

তিনি জানান যে শরীরে সন্তান থাকাকালীন একটা অনুভূতি হয়, শারীরিক কষ্ট হয়, হরমোনাল পরিবর্তন আসে- তা তাড়িয়ে তাড়িয়ে অনুভুব করেছেন শ্রীময়ী। শত্তুরদের মুখে ছাই দিয়ে দুই থেকে তিন হলেন কাঞ্চন শ্রীময়ী। খুদের নামও সকলকে জানিয়েছেন তাঁরা। শ্রীময়ী কাঞ্চনের মেয়ের নাম কৃষভি।  'মেয়ের কৃষভি নামটা আমি আর কাঞ্চন মিলিতভাবে দিয়েছি। আমি আর কাঞ্চন দুজনেই কষ্ণের খুব ভক্ত আর কৃষভি কৃষ্ণেরই আর এক নাম। যার অর্থ শক্তি ও বিরল।' মেয়ে হওয়ার পর বেবিবাম্পের ছবিও প্রকাশ্যে এনেছেন শ্রীময়ী। 


গানে তো বলাই আছে ‘কত কী যে সয়ে যেতে হয় ভালবাসা হলে…’  বিয়ের পর থেকে কাঞ্চনকে ঘিরে বিতর্কের ঝড় বইছে । ২৭ বছরের ছোট শ্রীময়ীকে বিয়ে করায় লাগাতর ট্রোল হতে হয়েছে কাঞ্চনকে । কিন্তু সেসবে কান দিতে রাজি নন কাঞ্চন । অভিনেতা যে তাঁর নতুন বউয়ে মুগ্ধ । চোখে হারাচ্ছেন শ্রীময়ীকে । আর শ্রীময়ী ? অভিনেত্রী বলছেন, কাঞ্চনের মতো স্বামী পেয়ে  তিনি ধন্য । বিয়ের পর থেকে প্রতিটা উৎসব চুটিয়ে উপভোগ করছেন দু'জনে । একে অপরের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তারকা জুটি । 

 

শ্রীময়ী কাঞ্চনের তৃতীয় স্ত্রী । এর আগে দু'টো বিয়ে ছিল কাঞ্চনের । কোনও বিয়েই শেষপর্যন্ত টেকেনি । গুঞ্জন রয়েছে, শ্রীময়ীর জন্যই কাঞ্চন-পিঙ্কি দাম্পত্যে চিড় ধরে । কিন্তু, বারবার প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন কাঞ্চন-শ্রীময়ী দু'জনেই । শ্রীময়ীকে কখনও কাঞ্চনকে ভাল বন্ধু বলেছেন, কখনও 'দাদা' বলে সম্বোধন করেছেন । কিন্তু, শেষপর্যন্ত প্রেমে তাঁরা পড়েই গেলেন । সেই প্রেম গড়াল বিয়ে অবধি, এখন তো তাঁদের ভরা সংসার। 

Kanchan Mallick

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন