সকাল থেকেই সংবাদের শিরোনামে অভিনেতা তথা উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। তাঁকে নাকি প্রচারসঙ্গী করতে চাননি শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই খবর এল কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন। অবস্থা এতটাই খারাপ যে তাঁকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে।
ঠিক কী হয়েছে শ্রীময়ীর? জানা গিয়েছে, তীব্র দাবদাহের মধ্যে কাজ করতে গিয়েই বিপত্তি। ৪২ ডিগ্রী তাপমাত্রাতেই শ্যুটিং চলছিল৷ তার ফলে ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল শ্রীময়ীর। সঙ্গে পেটে অসহ্য ব্যথা, রক্তচাপ ও সুগার কমে যায়। সবমিলিয়ে বেশ সিরিয়াস অবস্থা।
শ্রীময়ী জানান, রাতে শ্যুটিং শেষ করে বাড়ি ফেরার সময়ই হঠাৎ ভীষণ শরীর খারাপ হয়। ওআরএস খেয়েও লাভ হয়নি৷ চোখে ঝাপসা দেখছিলেন। মাথা ঘুরছিল খুব। তাই হাসপাতালে যাওয়া ছাড়া উপায় ছিল না।
আপাতত খানিকটা ভালো আছেন শ্রীময়ী। সান বাংলার ‘আকাশ কুসুম’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তিনি।