আজ পার্কস্ট্রিটের একটি ব্যাঙ্কোয়েটে বসেছিল কাঞ্চন-শ্রীময়ীর রিসেপশনের পার্টি। নেটপাড়া কার্যত প্রহর গুনছিলেন, কখন নবদম্পতিকে একসঙ্গে দেখা যাবে। অবশেষে রাতে এল সেই রিসেপশনের ছবি। এই রিসেপশনে চাঁদের হাট। রিসেপশনে দেখা গেল শিবপ্রসাদ-নন্দিতা, শ্রাবন্তীর মতো টলিপাড়ার বড় বড় তারকাদের।
অম্বানিদের বিয়ে বাড়ির ছবির সঙ্গে পাল্লা দিয়ে কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের নানা মুহূর্তের ছবি ভিডিয়ো দাপিয়ে বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভালবাসার দিনে সই-সাবুদ সেরে রেখেছিলেন। গত শনিবার সাত পাকে বাঁধা পড়ার পর আজ জুটির গ্র্যান্ড রিসেপশন। হলুদ থেকে বৃদ্ধি, বাসর রাত থেকে সঙ্গীত সবই জুটিতে চুটিয়ে মজা করে কাটিয়েছেন।
এদিন সন্ধেতে শ্রীময়ী কাঞ্চন সেজেছিলেন একেবারে অন্য ভাবে। সিলভার জরির কাজ করা লেহেঙ্গা, সঙ্গে কস্টিউম জুয়েলারিতে সেজেছিলেন নববধূ। আর কাঞ্চন ভাঙলেন ছক। রিসেপশনে অভিনেতার পরনে ছিল কালো পাঞ্জাবি, সাদা পাজামা সঙ্গে পশমিনা শাল। এডিটরজি বাংলার তরফ থেকে জুটিকে আগামী জীবনের শুভেচ্ছা।