বাংলাবাজারে এখন সবচেয়ে হট টপিক কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের বিয়ে। বলা যায়, টক অফ দ্য টাউন। রবিবার মধ্যরাত থেকেই কাঞ্চন শ্রীময়ীর বিয়ের খবরে ছয়লাপ সোস্যাল মিডিয়া। সোমবার অবশ্য রেজিস্ট্রির একগুচ্ছ ছবি নিজেই শেয়ার করেছেন শ্রীময়ী।
Post Covid-Lungs Problem: পোস্ট কোভিডে ফুসফুসের সমস্যা বাড়ছে ভারতীয়দের, বলছে গবেষণা
বিয়ের দিন কাঞ্চন দুর্দান্ত সারপ্রাইজ দিয়েছিলেন শ্রীময়ীকে। কাঞ্চন বলেছিলেন সরস্বতী পুজোর দিন দুপুরে তাঁর বাড়িতে যেতে। শ্রীময়ী গিয়ে দেখেন সব ঘরের দরজা জানলা বন্ধ। রেগেমেগে যখন ভাবছেন চলেই যাবেন, তখনই একটার পর একটা দরজা খুলে যায়। তিনি দেখেন গোটা বাড়ি ফুল আর বেলুনে সাজানো। আত্মীয়রা ঢুকছেন। কাঞ্চন এসে হাঁটুগেড়ে হাতে গোলাপ নিয়ে বলেন, "উইল ইউ ম্যারি মি?"
এমন আশ্চর্য রোম্যান্টিক প্রস্তাবে কি আর না বলা যায়?