তাঁর তৃতীয় বার বিয়ে নিয়ে কম চর্চা হয়নি। এমনকি প্রায় ২ মাস কাটতে চললেও অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের নামের সঙ্গে অদৃশ্যভাবে তাঁর ‘বিবাহ’ যেন জুড়েই থাকছে। তাঁকে প্রচারসঙ্গী করতে চাননি শ্রীরামপুরের বিদায়ী সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নামিয়ে দিয়েছিলেন গাড়ি থেকেও । এর মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। ভর্তি করতে হয়েছিল হাসপাতালেও। শ্রীময়ী জানান, অসুস্থতার সময়ে স্ত্রীয়ের ছায়াসঙ্গী হয়েছিলেন কাঞ্চন।
জানা গিয়েছে, তীব্র দাবদাহের মধ্যে কাজ করতে গিয়েই বিপত্তি। ৪২ ডিগ্রী তাপমাত্রাতেই শ্যুটিং চলছিল৷ তার ফলে ডিহাইড্রেশন হয়ে গিয়েছিল শ্রীময়ীর। সঙ্গে পেটে অসহ্য ব্যথা, রক্তচাপ ও সুগার কমে যায়। সবমিলিয়ে বেশ সিরিয়াস অবস্থা।
Nirmala Sitaraman: সাধারণ মানুষ স্থায়ী সরকার চাইছে, ভোট দিয়ে বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
শ্রীময়ী জানান, রাতে শ্যুটিং শেষ করে বাড়ি ফেরার সময়ই হঠাৎ ভীষণ শরীর খারাপ হয়। ওআরএস খেয়েও লাভ হয়নি৷ চোখে ঝাপসা দেখছিলেন। মাথা ঘুরছিল খুব। তাই হাসপাতালে যাওয়া ছাড়া উপায় ছিল না।