আইনি ভাবে আগেই বিয়ে সারা হয়ে গিয়েছে। বাকি রয়েছে সোশ্যাল ম্যারেজ। তোড়জোড় চলছে জোর কদমে। আগামী ৬ মার্চ বসবে বিয়ের আসর। এর মধ্যেই প্রকাশ্যে এল কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজের বিয়ের কার্ড। যা দেখে বোঝাই যাচ্ছে বেশ এলাহি আয়োজন চলছে দুই পরিবারে।
প্রকাশ্যে আসা কার্ড দেখেই বোঝা যাচ্ছে বেশ রাজস্থানি রাজকীয় ছোঁয়া রয়েছে বিয়ের কার্ডে। কার্ডের উপরে রয়েছে রাজা-রানির ছবি। কার্ডের ভেতরে রয়েছে সব তথ্য। সেখনে অতিথিদের আমন্ত্রণ করা হয়েছে সন্ধে ৭টার পর। দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে বিয়ে হয়ে। দুই পরিবার একসঙ্গেই বিয়ের আয়োজন করেছে। এখন অপেক্ষা শুভ দিনের।