ভালোবাসার দিন ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরেছিলেন কা়ঞ্চন-শ্রীময়ী। আজ, শনিবার সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়বেন দুজনে। তার আগে গায়ে হলুদ হল তাঁদের। ইতিমধ্যেই গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। শ্রীময়ী এবং কাঞ্চনকে অভিনন্দন জানাচ্ছেন নেটিজেনরা।
ফাগুন হাওয়ায় হাওয়ায় শহরজুড়ে তাঁদেরই চর্চা। বিয়ের আগে একই সঙ্গে গায়ে হলুদ সারলেন কাঞ্চন-শ্রীময়ী। কনের পরনে ছিল লাল পেড়ে হলদে শাড়ি। সারা গায়ে ফুলের গয়না।
শুভদৃষ্টি, মালাবদল, সাতপাক, সিঁদুর দান— বাঙালি বিয়ের রীতি মেনেই চার হাত এক হচ্ছে দুজনের। জানা গিয়েছে, ধুতি পাঞ্জাবি পরে বিয়ে করতে আসবেন কাঞ্চন। শ্রীময়ী আসবেন বেনারসি পরে, সাজবেন সোনার গয়নায়।
দক্ষিণ কলকাতার এক ঠিকানায় বসছে কাঞ্চন-শ্রীময়ীর বিবাহের আসর৷ নিমন্ত্রিত ঘনিষ্ঠজনরা। ৬ মার্চ পার্কস্ট্রিটের এক ব্যাঙ্কোয়েটে হবে রিসেপশন।