অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ঘিরে আজ সাজোসাজো রব। গর্ভগৃহে রামের 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানে আমন্ত্রিত প্রায় গোটা বলিউড। সকাল সকাল মন্দির চত্বরে পৌঁছলেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানাউত এবং পরিচালক মধুর ভান্ডরকর।
বোন রঙ্গোলির সঙ্গে একদিন আগেই অযোধ্যায় পৌঁছেছেন কঙ্গনা। অভিনেত্রীর হনুমান গড়ি মন্দিরে ঝাড় দেওয়ার ভিডিয়োও ভাইরাল হয়েছে ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি সবচেয়ে বড় অনুষ্ঠান, সকাল সকালই কঙ্গনার দেখা পাওয়া গেল রাম মন্দির চত্বরে। অভিনেত্রীর পরনে ভারী কাজ করা সাদা গোলাপী শাড়ি, সঙ্গে গাঢ় গোলাপি শাল।
অভিনেত্রীর গলায় গাঢ় সবুজ পাথরের ভারী গয়না। অভিনেত্রীর সঙ্গে ছিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক মধুর ভান্ডরকর।
বরাবরই বিজেপি সরকার এবং মোদীর সমর্থনে কথা বলতে শোনা গিয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউতকে।