ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না, ছিল না কোনও গডফাদার। তবু তাঁর ঝুলিতে চারটে জাতীয় পুরস্কার। ফ্যাশন, কুইন, তন্নু ওয়েডস মন্নুর মতো একের পর এক ছবিতে দাপিয়ে অভিনয় করা কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) আজ জন্মদিন। দেখতে দেখতে ৩৫ টা বসন্ত পাড় করে ফেললেন অভিনেত্রী।
বলিউডি বিতর্কের গল্প কেমন প্রাণহীন ফ্যাকাশে লাগে কঙ্গনা রানাউতকে ছাড়া। সামাজিক, রাজনৈতিক সমস্ত ইস্যুতে মন্তব্য করে শিরোনামে আসতে সিদ্ধহস্ত কঙ্গনা (Kangana Ranaut)। তার অধিকাংশই আবার আক্রমণাত্মক। সিঙ্ঘু সীমান্তে বছরভর চলা কৃষক বিক্ষোভ নিয়ে বিতর্কিত মন্তব্য করে দিলজিত দোসাঞ্জের সঙ্গে ভার্চুয়াল বাদানুবাদের জড়ান।
এখানেই শেষ নয়, এই সাক্ষাৎকারে বলেছিলেন, “২০১৪ সালে ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে। ১৯৪৭-এ যেটা পেয়েছিল, সেটা ভিক্ষা।” এমন মন্তব্যের জেরে ইতিমধ্যে কংগ্রেস, শিব সেনার মতো দল অভিনেত্রীর পদ্ম পুরস্কার কেড়ে নেওয়ার পক্ষে সওয়াল করে।