কঙ্গনা রানাউতকে নিয়ে বিতর্কের অন্ত নেই৷ আর এখনও তো তাঁকে চর্চা তুঙ্গে৷ হিমাচল প্রদেশ থেকে লোকসভা নির্বাচনে তিনি লড়ছেন বিজেপির টিকিটে। প্রচারপর্বের মাঝেই তিনি নিজেকে তুলনা করলেন বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে। দাবি করলেন, তাঁরাই হচ্ছেন শেষ প্রজন্মের মহাতারকা।
সম্প্রতি একের পর এক ছবি ফ্লপ করেছে কঙ্গনার। তার মধ্যে তিনি পুরোদস্তুর জড়িয়ে পড়েছেন রাজনীতিতে। তাহলে কি তাঁর ফিল্মের কেরিয়ারে ইতি পড়ল? কঙ্গনার সপাট জবাব, একেবারেই নয়। তিনিও শাহরুখ খানের মতো কামব্যাক করবেন।
Saltlake Murder: রক্তে ভেসে যাচ্ছে ঘর! এত নিঃশব্দে নৃশংস হত্যা! বিশ্বাস হচ্ছে না পড়শিদের
কঙ্গনা বলেন, শাহরুখ খানের ১০টি ছবি চলেনি। তারপর পাঠান দারুণ চলেছিল। ঠিক তেমনই তাঁরও ৭-৮ বছর কেনও ফিল্ম হিট হয়নি৷ তারপর কুইন সুপারহিট হয়। আবার ৩-৪ বছর বাদে মনিকর্ণিকা দারুণ চলেছিল। সামনেই এমারজেন্সি রিলিজ করছে। কঙ্গনার আশা, এই ছবিও বক্স অফিসে ঝড় তুলবে।
কঙ্গনা জানান, ওটিটি স্টার তৈরি করে না। তিনি এবং শাহরুখের মতো অভিনয়শিল্পীরাই শেষ প্রজন্মের স্টার।