Kangana Ranaut : বিয়েটাই ভুয়ো, সন্তানও প্রচারের জন্য ! 'উইমেনাইজার' সুপারস্টারের বিরুদ্ধে বিস্ফোরক কঙ্গনা

Updated : Jul 31, 2023 09:36
|
Editorji News Desk

করণ জোহর, রণবীর সিংয়ের পর এবার রণবীর কাপুর (Ranbir Kapoor) । 'সুপারস্টার কাপুর' বিরুদ্ধে একগুচ্ছে অভিযোগ কঙ্গনা রানাউতের (Kangana Ranaut ) । তাঁকে 'উইমেনাইজার' বলে কটাক্ষ করেছেন । এমনকী, তাঁর কথায়, একসময় কঙ্গনার প্রেমেই নাকি পাগল ছিলেন রণবীর, প্রেমের জন্য ভিক্ষে করেছিলেন তাঁর কাছে ।

শুধু তাই নয় রণবীর এবং আলিয়ার এই বিয়েটাই নাকি 'ভুয়ো' বলে দাবি করেছেন কঙ্গনা । সম্প্রতি, তাঁর ইনস্টা স্টোরিতে এমনই জানিয়েছেন কঙ্গণা । তবে, সরাসরি রণবীরের নাম নিয়ে কিছু বলেননি অভিনেত্রী । 

কঙ্গণা বলেন, "বলিউডের একজন সুপারস্টার, আমার বাড়িতে এসে তাঁর সঙ্গে প্রেম করার প্রস্তাব দেন। লুকিয়ে লুকিয়ে দেখা করতেন আমার সঙ্গে। তাঁর এমন আচরণ নিয়ে প্রশ্ন করতেই তিনি জানান, তিনটি ছবিতে প্রস্তাব পেয়েছেন বলিউডের এক পাপা কি পরি-র সঙ্গে সম্পর্কের বদলে। কিন্তু ওকে ভালবাসেন না। তবে আমার বিষয়টা ভাল লাগেনি বলেই এড়িয়ে গিয়েছি। এর পর বিভিন্ন নম্বর থেকে আমার সঙ্গে চ্যাট করা শুরু করেন। আমি সব ক'টা নম্বর ব্লক করে দিই। তার পরই দেখি, আমার বিভিন্ন ‘ডিভাইস’ হ্যাক্‌ড হয়ে গিয়েছে। তিনি আমার কাছে দাবি করেন, তাঁর বিয়েটা লোক দেখানো, সন্তানও নাকি সেই প্রচারের অঙ্গ।" রণবীরের নাম না নিলেও নেটজেনদের বুঝতে বাকি নেই যে আসলে কাকে উদ্দেশ্য করে কঙ্গনা পোস্টটি করেছেন ।

আরও পড়ুন, Sohini-Trina : তৃণা-সোহিনী 'ক্যাটফাইট', আদৌ কি সত্যি ? মুখ খুললেন রণিতা ও দেবশ্রী
 

কঙ্গনার এই বিস্ফোরক অভিযোগের পরও এই বিষয় নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি রণবীর বা আলিয়া কেউই । 

আরও একটা ইনস্টা স্টোরিতে 'মাফিয়া' সিনেমার প্রসঙ্গ তোলেন । মুম্বই সাইবার ক্রাইম পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন ও সাহায্য প্রার্থনা করেন অভিনেত্রী ।

কঙ্গনা লেখেন,'ছবি মাফিয়া সবসময় অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এই তারকা যাকে আমি ডেট করেছি, পরবর্তীকালে বলেছেন আমি প্রতারকের সঙ্গে কথা বলেছি। ও আমার সঙ্গে কথা বলার জন্য আলাদা আলাদা নম্বর ব্যবহার করত। আমার অ্যাকাউন্ট হ্যাক করেছিল । প্রথমে আমি ভেবেছিলাম ও ডিভোর্সের মধ্যে দিয়ে যাচ্ছে । পরে বুঝেছিলাম তাঁর অভব্য আচরণের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই ।'

Kangana RanautRanbir Kapoor

Recommended For You

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন