অযোধ্যার রাম মন্দিরের সামনে দাঁড়িয়ে গলা ফাটিয়ে 'জয় শ্রীরাম' স্লোগান দিলেন বলিউডের কুইন কঙ্গনা রানাউত। আকাশ থেকে তখন পুষ্পবৃষ্টি হচ্ছে হেলিকপ্টারে করে। পিছনে তখন বাজছে মীরার ভজন : 'পায়ো জি, ম্যাঁয়নে রামরতন ধন পায়ো..'।
সাদা শাড়ি, গেরুয়া রঙের ব্লাউজ ও গাঢ় গোলাপি শালে সেজে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার দিনে রামমন্দির চত্বরে পা রাখেন কঙ্গনা। সাবেকি সাজে ভারী সুন্দর লাগছে বলিউডের কুইনকে। রামমন্দিরের সামনে দাঁড়িয়ে আবেগ ধরে রাখতে পারেননি কঙ্গনা। গলা ফাটিয়ে বার বার 'জয় শ্রীরাম' স্লোগান দিতে থাকেন অভিনেত্রী।
রামমন্দির উদ্বোধনের কয়েকদিন আগেই অযোধ্যায় পৌঁছে গিয়েছিলেন কঙ্গনা। শাড়ি এবং গগলস্ পরে ঝাঁটা হাতে মন্দির চত্বরে সাফ জরতে দেখা গিয়েছিল তাঁকে। সোমবার, রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার লগ্নে অন্য অবতারে ধরা দিলেন বলিউডের ‘কুইন’।