বছরভর নানা বিতর্কিত মন্তব্য করে শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু এবারের ছবিটা অন্যরকম। শৈশবের এক কালো অধ্যায় প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। জনপ্রিয় টেলিভিশন শো লক আপের সাম্প্রতিক এপিসোডে অভিনেত্রী জানিয়েছেন, তিনি শৈশবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন।
কঙ্গনার শোয়ে টিকে থাকার অন্যতম শর্তই হল, প্রতিযোগীদের সবচেয়ে ব্যক্তিগত ও গোপন কথা সর্বসমক্ষে জানাতে হবে। সম্প্রতি, প্রতিযোগী মুনাওয়ার ফুরুকুই জানিয়েছেন, যখন তার ৬ বছর বয়স, তখন তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন।
পরিবারের মধ্যেই এই ঘটনা ঘটে প্রায় ৫ বছর ধরে, সেই অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এরপরই কঙ্গনা নিজের ছোটবেলার অভিজ্ঞতার কথা জানান। শৈশবে তিনিও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। পাড়ার এক ছেলে তার জামাকাপড় খুলে যৌন হেনস্থা করত তাকে। কঙ্গনা জানান, তিনি তখন এতটাই ছোট ছিলেন, যে গোটা বিষয়টি তিনি বুঝতেই পারেননি। অভিনেত্রীর কথায়, 'তখন আমি খুবই ছোট। পাড়াতেই আমার থেকে তিন, চার বছরের বড় একটি ছেলে ছিল। খেলার ছলে মাঝেমধ্যেই সে আমাকে ডাকত। এরপর জামাকাপড় খুলে অশালীন ভাবে স্পর্শ করত আমায়। তখন বুঝতে পারতাম না কী হচ্ছে!'