জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’, শিমুলের প্রতিমুহূর্তে শ্বশুরবাড়িতে, স্বামীর কাছে অপদস্ত হওয়ার ঘটনা নিয়েই এগোচ্ছে সিরিয়ালের গল্প। তবে ঘুরে দাঁড়াতেও জানে শিমুল। ধারাবাহিকে, আগেই দেখানো হয়েছে শিমুলকে ডিভোর্স দিয়ে ছাত্রী প্রিয়াঙ্কাকে নতুন করে বিয়ে করেছে পরাগ।
Mir Afsar Ali: এবার দুয়ারে 'গপ্পের ঠেক', আপনার-আমার ড্রয়িং রুমে বসে চা খেতে খেতে গল্প বলবেন মীর
সম্প্রতি সামনে এসেছে, একটি আগামী পর্বের ঝলক। যেখানে দেখানো হয়েছে, পরাগ বিছানায় পড়ে রয়েছে, তাঁর মুখ থেকে বেরিয়ে আসছে ফ্যানা। যা দেখে চমকে ওঠে পলাশ ও তাঁর বউ। এরপর, অভিযোগের আঙ্গুল ওঠে শিমুলের দিকে। শিমুলকে গ্রেফতার করে পুলিশ। তবে এর বিরুদ্ধে দাঁড়ান শিমুলের শাশুড়ি, তিনি জানান, ‘বউমা আর যাই করুক কাউকে খুন করতে যাবে না’ । শিমুল কথা দেয়, নিজেকে নির্দোষ প্রমাণ করে সে ফিরে আসবে।