ডিসেম্বরেই আসছে 'কারাগার ২', হইচই-এর তরফে এটুকু জানানো হয়েছিল আগেই। এবার কারাগার মুক্তির দিনক্ষণ জানিয়ে দিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী নিজেই। আগামী ১৫ ডিসেম্বর হইচই-তে আসছে 'কারাগার ২'। খবর শোনার পর থেকেই দর্শকের অপেক্ষা বেড়েছে।
কারাগারের পার্ট ১ মুক্তি পেয়েছিল অগাস্ট মাসে। এপার ওপার দুই বাংলাতেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে সিরিজটি। এপার বাংলায় কারাগার দেখার পরেই মূলত চঞ্চল চৌধুরীকে নিয়ে দর্শকমহলে প্রত্যাশা বেড়েছিল। কারাগার পার্ট ২ দেখতে তাই এখন অধীর অপেক্ষা।
Mithai: বদলে যাচ্ছে সময়, মারা গিয়েছে মিঠাই, দর্শক গ্রহণ করবে কি না তা নিয়েই জল্পনা
সম্প্রতি চঞ্চল চৌধুরী অভিনীত 'হাওয়া' ছবিটির বেশ কয়েকটি স্ক্রিনিং হয় নন্দনে। প্রতিটি শোতেই ছিল উপচে পড়া ভিড়। সেই ঝোরো 'হাওয়া'-র রেশ কাটতে না কাটতেই ভাল খবর।
কারাগারের প্রথম সিজনে যে রহস্য তৈরি হয়েছিল, তারই জট খুলবে দ্বিতীয় সিজনে।