ফের নেটিজেনদের রোষের মুখে করণ জোহর। এবারের বিতর্ক রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে। নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেমকাহানি'-র ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। ছবিটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট ও রণবীর সিং। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি, চুর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরী প্রমুখ। ট্রেলারের একটি অংশে দেখা যাচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির সামনে গিয়ে 'দাদাজি' বলে প্রণাম করছে রণবীর সিং অভিনীত চরিত্রটি। সঙ্গে সঙ্গে তাকে ধমক দিয়ে টোটা রায়চৌধুরী বলছেন, 'ইয়ে শ্রী রবীন্দ্রনাথ টেগোরজি হ্যায়'।
ট্রেলারের এই অংশটি নিয়েই কার্যত নেটিজেনদের রোষের মুখে পড়েছে রকি আর রানির টিম। একজন লিখেছেন- 'বলিউডের সবথেকে বড় পরিচালকের কাছ থেকে এর থেকে বেশি আর কী-ই বা আশা করা যায়'! অপর আরেকজন লিখেছেন- 'বলিউড কোনওদিনই আমাদের গৌরবময় অতীত থেকে কোনও শিক্ষা নেবে না! নইলে রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করার সাহস পায় কী করে'!