ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলিয়া ভাট (Alia Bhatt) যে করণ জোহরের (Karan Johar) মানসকন্যা, এ কথা সকলেরই জানা। আলিয়ার কেরিয়ার শুরু-ই করণ জোহরের হাত ধরে। দু'জনের মধ্যে সম্পর্কও বড়ই নিবিড়, সে কথাও কারো অজানা নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জানিয়েছেন, আলিয়া ভাটের অন্তঃসত্ত্বা (Alia Bhatt pregnancy) হওয়ার খবরে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন প্রযোজক-পরিচালক।
করণের অফিসে গিয়ে সুখবরটি দেন আলিয়া। খবর শুনেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে করণের। সাক্ষাৎকারে করণ জানিয়েছেন, "নিজের সন্তান সন্তানসম্ভবা হলে যে রকম লাগে, এই অনুভূতিটা সেরকম"।
Ankush-Nusrat : 'ভয়'- এর মুখোমুখি অঙ্কুশ-নুসরত ! কী ঘটতে চলেছে তাঁদের সঙ্গে ?
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' (Student of the year) দিয়েই বলিউডে পা রাখা আলিয়ার। করণ জানিয়েছেন, আলিয়াকে টিনসেল টাউনে নিয়ে আসার পর থেকেই অভিভাবকত্বের প্রথম স্বাদ পেয়েছিলেন করণ। ১৭ বছর বয়সে সিনেমার জগতে পা রাখা আলিয়ার। পরবর্তী এক যুগ করণ-আলিয়ার জন্য ছিল স্বপ্নের মতো।