অভিনেত্রী অনুষ্কা শর্মার কেরিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন প্রযোজক করণ জোহর । এক সাক্ষাৎকারে তিনি নিজে একথা স্বীকার করেন । আর এখবর সামনে আসতেই সমালোচনার ঝড় বইছে বলিপাড়ায় । করণের বিরুদ্ধে সরব হয়েছেন কঙ্গণা রানাউতরা । আর এই বিতর্কের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন করণ জোহর । তাঁর পোস্টে উঠে এল মৃত্যুর কথা । কী লিখলেন করণ ?
ইনস্টাগ্রাম স্টোরিতে কাব্য করে কয়েকটা লাইন লিখেছেন করণ । কারও নাম না উল্লেখ করে করণ লেখেন, " যতই দোষ দাও, আমি মাথা নীচু করার পাত্র নই ।... যত নীচে নামবে, যত অভিযোগ আনবে, আমি কিন্তু নীচে নামব না । আমার সততা, আমার কাজই আমার পরিচয়, আমার জয় । তুলে নাও তরবারি, আমি মরব না" । করণের এই পোস্টের পর থেকে কটূ মন্তব্যতেই ভেসে আসছে ।
উল্লেখ্য, সম্প্রতি একটি ভিডিও সামনে আসে । যেখানে অনুষ্কাকে পাশে বসিয়ে একটি সাক্ষাৎকারে করণকে বলতে শোনা যায়, অনুষ্কার কেরিয়ার তিনিই নষ্ট করে দিতে চেয়েছিলেন । আদিত্য চোপড়া একটি সিনেমার জন্য অনুষ্কার ছবি দেখিয়েছিলেন । কিন্তু, করণ তখন অনুষ্কাকে সই করাতে বারণ করেছিলেন আদিত্যকে । যদিও পরে ওই সিনেমাই অনুষ্কাকেই নেওয়া হয়েছিল ।