৫০ বছর পূর্ণ করলেন প্রখ্যাত বলিউড পরিচালক করণ জোহর (Karan Johar)। এই উপলক্ষে বুধবার রাতে যশরাজ স্টুডিয়োতে (Yashraj studio) পার্টি দিচ্ছেন করণ। যেখানে উপস্থিত থাকবেন বলিউডের তাবড় সেলিব্রিটিরা। করণ জোহরের (Happy birthday Karan Johar) সঙ্গে কাজ করা সমস্ত পরিচালক এই পার্টিতে উপস্থিত থাকবেন। শাহরুখ ও সলমন খানকেও আমন্ত্রণ জানিয়েছেন করণ। থাকছেন রনবীর-আলিয়া ও দীপিকা-রণবীর সিংও।
গোটা জন্মদিনের অনুষ্ঠানের মঞ্চ ডিজাইন করছেন ধর্মা প্রোডাকশনসের (Dharma productions) 'কলঙ্ক', 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', 'ব্রহ্মাস্ত্র'র প্রোডাকশন ডিজাইনার অমৃতা মহল। করণ জোহরের বার্থ ডে পার্টির (Karan Johar birthday celebration) থিম কেমন হতে পারে সেই বিষয়টিও ইতিমধ্যে প্রকাশ্যে এসে গিয়েছে। 'Black And Bling' থিম বলিউড সেলেবদের বেশ পছন্দ। এই থিমই থাকবে করণের বার্থ-ডে সেলিব্রেশনের পার্টিতেও।
আরও পড়ুন: ওড়িশায় ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত হাওড়ার ৬ পর্যটক
শোনা যাচ্ছে, করণ জোহরের জন্মদিনে রকমারি খাবার এবং মিষ্টির পাত সাজাতে কসুর করবেন না পেশাদার রাঁধুনি মরুৎ সিক্কা এবং হর্ষ কিলাচাঁদ। দেশ-বিদেশের নানা ধরনের 'ডেসার্ট' বানাতে হর্ষ'র জুড়ি মেলা ভার। অন্যদিকে, বিশ্বের পুরস্কারপ্রাপ্ত এবং নামজাদা রেস্তরাঁগুলিতে ডাক পান মরুৎ। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর হাতের রান্না খেয়ে ভূয়সী প্রশংসা করেছিলেন। মরুৎ রেঁধে খাইয়েছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকেও।
রবিবাসরীয় বিকেলে মুক্তি পেয়েছে করণ জোহর প্রযোজিত 'যুগ যুগ জিয়ো'-র ট্রেলার । জন্মদিনের ঠিক আগেই নিজের প্রযোজনা সংস্থার তরফে নতুন ছবি মুক্তি। অন্যদিকে জীবনের গোল্ডেন জুবিলি। দুইয়ের মিশেলে করণের ৫০ তম বার্থ ডে-সেলিব্রেশনের প্রতি মুহূর্তের সাক্ষী থাকবে মুম্বইয়ের যশ রাজ স্টুডিয়ো।