তিনি সিঙ্গল ড্যাড। দুই যমজ সন্তানের বাবা। তার চেয়েও বড় কথা, তিনি সিঙ্গল ফাদার। বলছি করণ জোহরের কথা। স্যারোগেসির সাহায্য নিয়ে বাবা হয়েছিলেন করণ, এখন ফুটফুটে দুই সন্তান জানতে চাইছে, তাদের মা কে? এমন প্রশ্নে করণ কী উত্তর দিচ্ছেন? জানা যায়নি তা, কিন্তু কী উত্তর দেবেন, জানতে মনোবিদের সঙ্গে কাউন্সেলিং সেশনে যেতে হয়েছে করণকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে খোলামেলা সে কথা স্বীকার করেছেন করণ।
২০১৭ সালে স্যারোগেট মায়ের সাহায্য নিয়ে দুই যমজ সন্তানের বাবা হন বলিউড পরিচালক প্রযোজক করণ জোহর। সিঙ্গল পেরেন্টিং-এর কথা বরাবরই জনসমক্ষে বলেছেন তিনি। সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আনার সময় সোশ্যাল মিডিয়ায় নাম না করে স্যারোগেট মায়ের প্রতি কৃতজ্ঞতাও জানান করণ। বাচ্চাদের প্রশ্নের কথা সামনে এনে আবারও স্টেরিওটাইপ ভাঙলেন করণ।
ছোট্ট যশ আর রুহি বড় হচ্ছে বাবা করণ, এবং করণের ৮১ বছরের মায়ের কাছে। বলিউড ডিভাদের মধ্যে প্রিয়াঙ্কাও মা হওয়ার জন্য সারোগ্যাসির সাহায্য নিয়েছেন। সম্প্রতি ইশা আম্বানি জানিয়েছেন, তিনি তাঁর মা নীতা আম্বানির মতোই মা হওয়ার জন্য -এর সাহায্য নিয়েছেন।
বলিউডে সিঙ্গল মাদারের ট্রেন্ড এনেছেন সুস্মিতা সেন, নীনা গুপ্তারা। মিস ইউনিভার্স হওয়ার পর, কেরিয়ার যখন মধ্যগগনে, সুস্মিতা তখন সিঙ্গল মাদার হওয়ার সিদ্ধান্ত নেন। দুই মেয়ে রয়েছে সুস্মিতার।