বাগডোগরা বিমানবন্দর থেকে হন্তদন্ত হয়ে বেরোচ্ছেন করিনা কাপুর খান। সঙ্গে ছেলে জেহ। মঙ্গলবার বেলা গড়াতেই সোশ্যাল মিদিয়ায় সেই ছবি ভাইরাল, বাগডোগরা বিমানবন্দরে উপচে পড়ল ভিড়।
পরিচালক সুজয় ঘোষের এক ওয়েব সিরিজের শুটিংয়ের জন্যই বিশেষ চার্টার্ড বিমানে করে মুম্বই থেকে বাগডোগরায় পৌঁছেছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan in Darjeeling)। বাগডোগরা থেকে গাড়ি নিয়ে কালিম্পং-এর দিকে বেরিয়ে গেলেন বেবো।
শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর এবার দাদাগিরিতে, বললেন বাংলাও
‘কাহানি’ পরিচালক সুজয় ঘোষ (Sujoy Ghosh)-এর পরিচালনায় একটি থ্রিলার ওয়েব সিরিজে ১৮ দিন ধরে পাহাড়ে শুট করবেন করিনা। সিরিজের নাম ডিভোশন। মুখ্য চরিত্রে রয়েছেন নবাব-বেগম করিনা কাপুর। উল্লেখ্য, সুজয়ের হাত ধরে এই সিরিজের মাধ্যমেই ওয়েব সিরিজে ডেবিউ করছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, এই মুহূর্তে একটি ওয়েব সিরিজের শুটিং-এ কলকাতাতেই রয়েছেন করিশ্মা কাপুর। যীশু সেনগুপ্তর সঙ্গে বজবজে শুটিং করছেন লোলো।
প্রথম ৭ দিন শুটিং চলবে কালিম্পং-এ, পরের ১১ দিন দার্জিলিং-এ।
পাহাড়ে শুটিংয়ের পর্ব শেষ করে ২৮ মে মুম্বই ফিরে যাওয়ার কথা রয়েছে সইফ-ঘরনির।