এবার ছোটপর্দায় দেখা গেল করিনা কাপুর খানকে (Kareena Kapoor Khan)। কালার্সের (Colours) নতুন ধারাবহিক ‘স্পাই বহু’র (Sy Bahu) বিশেষ প্রোমোতে। ‘স্পাই বহু’ ওরফে সেজলের চরিত্রে অভিনয় করেছেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সানা সায়েদ। তাঁর বিপরীতে ইওহানের ভূমিকায় অভিনয় করছেন সেহবান আজিম।
যদিও, বিশেষ প্রোমোতে দেখা গেলেও করিনা (Kareena Kapoor Khan) এই ধারাবাহিকটিতে অভিনয় করছেন না। এখানে তাঁর ভূমিকা মূলত একজন সূত্রধরের। যিনি ধারাবহিকের মূল দুই চরিত্রের সঙ্গে আলাপ করিয়ে দেন দর্শকদের।
আরও পড়ুন: আনিসের মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব ডিজি-র, বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ কর্মসূচিতে উত্তপ্ত আমতা
বড় পর্দা থেকেও বহুদিন দূরে রয়েছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। শেষবার তাঁর কে বড়পর্দায় দেখা গিয়েছিল প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের (Irffan Khan) সঙ্গে ‘আংরেজি মিডিয়াম’ ছবিটিতে (Angrezi Medium)।
আমির খানের (Aamir Khan) ‘লাল সিং চাড্ডা’-তে (Laal Singh Chadda) অভিনয় করছেন করিনা (Kareena Kapoor Khan)। মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন। সেই সময় স্বামী সইফ আলি খান ও সন্তানদের থেকে দূরে আইসোলেশনে থাকতে হয়েছিল তাঁকে। আপাতত দুই সন্তানকে নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।