বর্ষশেষে ছুটির মুডে খান পরিবার । প্রতিবছরই এই সময়টা কোথাও না কোথাও ছুটি কাটাতে যান সইফিনা । এবার, দুই ছেলেকে নিয়ে তাঁরা পাড়ি দিয়েছেন বরফের দেশে । বছরের শেষ কটা দিন সুইজারল্যান্ডে ফ্যামিলি টাইম কাটাচ্ছেন চারজনে । বরফের মধ্যে স্কি করতেও দেখা গেল বেবোকে । সেখানে তাঁকে সঙ্গে দিয়েছেন বন্ধু নাতাশা পুণাওয়াল । সুইজারল্যাণ্ড থেকে দারুণ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন করিনা ।
করিনা সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেছেন । কোনও ছবিতে করিনাকে দেখা গেল জানলা থেকে পাহাড়ের ছবি তুলতে । ক্যাপশন লেখেন, "আলোর পিছনে ছুটছি।" আরও একটি ছবিতে বরফের মধ্যে নাতাশার সঙ্গে পোজ দিতে দেখা গিয়েছে বেবোকে । ক্যাপশনে লিখেছেন, 'এভাবেই আমরা বরফের মধ্যে নিজেদের উষ্ণ রাখি ।'
কয়েকদিন আগে, করিনা কাপুর ফ্লাইটের ভিতর থেকে ছেলে জেহর একটি ছবি শেয়ার করেছিলেন । যেখানে লেখা ছিল বেবি ইন আল্পস । এছাড়া, তারও আগে করিনা লন্ডনের টোটেনহাম হোটসপুর স্টেডিয়াম থেকে সইফ এবং তৈমুরের ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ।
'দ্য ক্রু' -এর মাধ্যমে কমার্শিয়াল সিনেমায় কামব্যাক হচ্ছে করিনা কপুর খানের । তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন টাবু, কৃতি স্যানন । এছাড়া, করিনাকে অজয় দেবগন এবং রোহিত শেঠির সঙ্গে 'সিংহম এগেইন'-এ দেখা যাবে । অভিনেত্রীর হাতে রয়েছে হানসাল মেহতার ‘দ্য বাকিংহাম মার্ডারস’ ।