গত বছর অর্থাৎ ২০২৩ সালে 'জানে জান' ছবিতে অভিনয়ের মাধ্যমে ফের নজর কেড়েছেন করিনা কাপুর। এর মধ্যেই বেবো অনুরাগীদের জন্য সুখবর। শোনা যাচ্ছে, বিগ বাজেটের ছবিতে অভিনয় করে দক্ষিণী সিনেমা জগতে এন্ট্রি নিচ্ছেন করিনা কাপুর।
জানা গিয়েছে, 'টক্সিক' নামে ওই দক্ষিণী ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন বেবো 'কেজিএফ' স্টার যশের বিপরীতে দেখা যাবে বেবোকে। প্রাথমিক পর্যায়ের কথাবার্তাও নাকি চূড়ান্ত হয়ে গিয়েছে।
আরও পড়ুন - 'আমরা সেই দিনের অপেক্ষায়...' শীঘ্রই মা হতে চলেছেন দীপিকা ?
গীতু মোহন দাসের পরিচালনায় ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে 'টক্সিক' নামের এই ছবিটি। গত সেপ্টেম্বর মাসে ছবির লোকেশন লন্ডনে রেইকি সারা হয়ে গিয়েছে। এবার শুধু ফ্লোরে যাওয়ার অপেক্ষা।