শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন । বুধবারই চাঁদে চন্দ্রযান-থ্রি (Chandrayaan 3) অবতরণ করবে । আর তার সাক্ষ্মী থাকবে গোটা দেশ । সেই ঐতিহাসিক মুহূর্ত দেখার অপেক্ষায় দেশবাসী । বলি অভিনেত্রী করিনা কাপূরও বিষয়টা নিয়ে খুবই উত্তেজিত এবং একইভাবে তিনিও অপেক্ষায় রয়েছেন । সম্প্রতি, একটি অনুষ্ঠানে চন্দ্রযান নিয়ে তাঁর অনুভূতি শেয়ার করে নিলেন করিনা (Kareena Kapoor Khan) ।
করিনা জানান, বাকিদের মতো তিনিও তাঁর দুই ছেলেকে সঙ্গে নিয়ে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষ্মী থাকবেন । করিনা বলেন, "এটা প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের মুহূর্ত। আপনি আপনার হৃদয়ে সেই গর্ব অনুভব করেন । ভারতীয় হিসাবে, আমরা সবাই এখন সেই ল্যান্ডিং দেখার জন্য অপেক্ষা করছি । "
আরও পড়ুন, Chandrayaan 3: বিক্রমের চন্দ্রে অবতরণ, সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে লাইভ
করিনা কাপুরকে পরবর্তীতে সুজয় ঘোষের পরবর্তী প্রোজেক্ট 'দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স' এবং রিয়া কাপুরের 'দ্য ক্রু'-এ টাবু এবং কৃতি স্যাননের সঙ্গে দেখা যাবে ।
বুধবার চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান ৩। তবে, চাঁদের বুকে পা রাখা আগে ঘুরে ঘুরে নিরাপদ অবতরণের স্থান খুঁজছে ল্যান্ডার বিক্রম । সোমবার চাঁদের সেই ছবি প্রকাশ্যে আনল ইসরো। গতবার চন্দ্রযান ল্যান্ডিংয়ের সময় বিপদে পড়েছিল। চাঁদের জমিতে উঁচু-নিচু গর্ত আছে। ঢিবিও আছে। ল্যান্ডিংয়ের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবার এই বিশেষ ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করে অবতরণ করবে চন্দ্রযান ৩।