পুজোর রিলিজ নিয়ে টলিউডে আলাদা করে আগ্রহ তো থাকেই, দর্শকও মুখিয়ে থাকে পুজোর কদিনের বাংলায় মুক্তি পাওয়া নতুন ছবি দেখবে বলে। বিগত দু'বছরের অতিমারী পেরিয়ে অবশেষে কিছুটা স্বস্তির পুজো, তাই এবার বাংলা ছবি নিয়ে উত্তেজনার পারদ চড়ছিলই। প্রত্যাশা মতোই সব রেকর্ড ভেঙে দিল কর্ণসুবর্ণের গুপ্তধন।
আবির চট্টোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, ঈশা সাহা অভিনীত থ্রিলার ছবি দেখতে পুজোর মধ্যে প্রেক্ষাগৃহে ভিড় করেছে রেকর্ড সংখ্যক মানুষ। এসভিএফ এর নতুন ছবিটি আগের সব রেকর্ড ভেঙে ফেলে বিপুল পরিমাণে ব্যবসা করেছে, দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে।
ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিটি সোনাদা সিরিজের তৃতীয় ছবি। বাকি দুটো ছবিও বক্স অফিস এবং দর্শকমহলে সাড়া ফেলেছিল।