সিনেমায় চরিত্রকে ঠিকঠাক পর্দায় ফুটিয়ে তোলার জন্য কী না করে থাকেন অভিনেতারা! শাহরুখ থেকে অমিতাভ থেকে আমির- এই পরীক্ষানিরীক্ষা করে সফলভাবে পর্দায় চরিত্রকে ফুটিয়ে তুলেছেন সকলেই। এই তালিকায় নতুন সংযোজন কার্তিক আরিয়ান। 'ফ্রেডি'তে অভিনয়ের জন্য নিজের ওজন ১৪ কেজি বাড়িয়েছেন এই অভিনেতা! আগামী ২ ডিসেম্বর ডিজনি+হটস্টারে রিলিজ করছে 'ফ্রেডি'। যা নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে জল্পনা তুঙ্গে। ছবিটিতে সাধাসিধে অথচ কথায় কথায় রেগে যাওয়া এক ডেন্টিস্টের চরিত্রে অভিনয় করছেন কার্তিক। যে চরিত্রের নাম- ফ্রেডি গিনওয়ালা।
যিনি কার্তিকের শরীরে এই পরিবর্তন ঘটালেন, সেই সেলিব্রিটি ফিটনেস ট্রেনার সমীর জুয়ারা হিন্দুস্তান টাইমসকে বলেন, 'কার্তিকের শরীরের কাঠামোটাই যেহেতু রোগাটে, তাই জন্য আমরা জানতাম, ১৪ কোজি ওজন বাড়ানোর প্রক্রিয়া খুব সহজ হবে না। সেইমতোই ডায়েট ঠিক করতে হয়েছিল। কিন্তু, ওর মধ্যে এত ডেডিকেশন ও সিরিয়াসনেস ছিল প্রথম থেকেই যে, কাজটা করতে অসুবিধা হয়নি। আমরা সকলেই এই ছবিটার দিকে তাকিয়ে আছি'।
অন্যদিকে, কার্তিক আরিয়ানের কথায় 'ফ্রেডি' তাঁর কাজ করা অন্যতম সেরা স্ক্রিপ্ট ও প্রোজেক্ট। তিনি বলেন, আমি যখন জানতে পারলাম যে চরিত্রের প্রয়োজনে এতটা ওজন বাড়াতে হবে আমি তাতে মোটেই দুশ্চিন্তায় পড়িনি। তার কারণ, এমন একটা চরিত্র করার জন্য আমার ভিতরের যৈ অভিনেতা, সে সবসময়ই মুখিয়ে থাকে। তবে, সমীরের সঙ্গে কাজ করায় ব্যাপারটা আরও সহজ ও সুন্দরভাবে হয়েছে।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর রিলিজ করেছে 'ফ্রেডি'-র টিজার। এই ছবিটি ছাড়াও, কার্তিক আরিয়ানের হাতে রয়েছে 'শেহযাদা', 'সত্যপ্রেম কি কথা', 'আশিকি ৩' এবং কবীর খানের এখনও নাম না দেওয়া ছবি।