কবীর খানের পরিচালনায় কার্তিক আরিয়ানের ‘চন্দু চ্যাম্পিয়ন’ মুক্তির অপেক্ষায়। আগামী ১৪ জুন ছবি মুক্তি পাবে। ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন তিনি। ‘পেয়ার কা পঞ্চনামা’ ছবি দিয়ে শুরু করেছিলেন কেরিয়ার, নিজের যোগ্যতায় আজ তিনি ‘চান্দু চ্যাম্পিয়ন’।
West Bengal By-Poll : লোকসভা ভোট মিটতেই রাজ্যের ৪ কেন্দ্রে উপনির্বাচন, দিনক্ষণ জানিয়ে দিল কমিশন
তবে এত কিছুর পরেও কার্তিকের নামের পাশ থেকে ‘বহিরাগত’ তকমাটা জুড়েই রয়েছে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কার্তিক, অভিনেতা জানান যখন তিনি ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তখন তাঁর কারও সঙ্গে যোগাযোগ ছিল না। তিনি জানান, তাঁর মানতে অসুবিধে নেই যে তিনি বাইরের দুনিয়া থেকে এই জগতে এসেছেন। তিনি জানেন, এরপর তিনি আর সুযোগ নাও পেতে পারেন।