খাটলে, তার ফল মিষ্টিই হয়, জানতেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। কিন্তু ফল যে এত বড় হয়, ভাবেননি নিজেই। ভুল ভুলাইয়া ২ (Bhool Bhulaiya 2) সুপারহিট করেছেন, তাই উপহার হিসেবে পেলেন সাড়ে ৪ কোটিরও বেশি দামের গাড়ি। দেশের প্রথম ম্যাক লারেন জিটি-র চাবি এখন কার্তিকের পকেটে।
৫ সপ্তাহে প্রায় ২০০ কোটির ব্যবসা করেছে ভুলভুলাইয়া ২। তাই খুশি হয়ে প্রযোজক সংস্থা টি সিরিজের এমডি ভূষণ কুমার একটি গাড়ি উপহার দিলেন কার্তিককে। বিলাসবহুল স্পোর্টস কার, ম্যাক লারেন জিটি। ভারতে এই গাড়ি, এই প্রথম চড়বেন কেউ।
Alexa new feature: মৃত মানুষের গলায় কথা বলতে পারবে অ্যালেক্সা, কেমন হতে চলেছে সেই অভিজ্ঞতা?
উপহার সমেত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খবরটি নিজেই জানিয়েছেন কার্তিক। সঙ্গে মজার একটা আবদারও করেছেন ভূষণ কুমারকে। 'পরের বার জেট প্লেন প্লিজ'।
কার্তিক আরিয়ান ছাড়াও ভুল ভুলাইয়া ২ তে দেখা গেছে কিয়ারা আদবানি, টাবুকেও। এর পর কৃতি স্যাননের সঙ্গে কার্তিকের পরের ছবি শেহজাদা।