নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ! শুটিং করতে গিয়ে হাঁটু ভাঙল বলিউড তারকা কার্তিক আরিয়ানের। অভিনেতা নিজেই একটি ছবি শেয়ার করে অনুরাগীদের জানিয়েছেন সে কথা। আপাতত পায়ে আইস থেরাপি চলছে।
কার্তিকের পরের ছবি 'শেহজাদা'র শুটিং চলছিল, একটি গানের শুটের মাঝেই হাঁটুতে চোট লেগে হাঁটু ভেঙে গিয়েছে অভিনেতার। 'শেহজাদা'য় কার্তিকের বিপরীতে দেখা যাবে কৃতি স্যাননকে। আগামী ১১ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা।
ভুলভুলাইয়া ২ এর বিপুল সাফল্য রাতারাতি পালটে দিয়েছে কার্তিকের জনপ্রিয়তা। একের পর এক নতুন প্রোজেক্ট তাঁর সামনে।