ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘ভুলভুলাইয়া ৩’ এর প্রথম দফার শ্যুটিং শেষ হয়েছে। আগেই জানা গিয়েছিল, এই ছবির বেশ কিছু দৃশ্যের শ্যুটিং হবে তিলোত্তমায়। ইতিমধ্যেই, ছবির পরিচালক আনিস বাজমি আগেই এসে রেইকি করে গিয়েছিলেন। সোমবার সন্ধেতে, তিলোত্তমায় পা রাখলেন কার্তিক আরিয়ান (Kartik Aryan)। দিন তিনেকের জন্য কলকাতার অলিতে গলিতে ঘুরে শ্যুটিং করবে টিম ভুলভুলাইয়া।
Maidan Release: শুধুই রুদ্র নন, অজয়ের ময়দানে আরও দুই বাঙালি 'খেলোয়াড়'
ছবিতে কার্তিক ছাড়াও অভিনয় করবেন বিদ্যা বালান এবং তৃপ্তি দিমরি। খবর, মঞ্জুলিকার চরিত্রেই অভিনয় করবেন বিদ্যা। তবে তাঁরা কলকাতায় শ্যুটিং-এ আসছেন কি না তা এখনও জানা যায়নি।