তাঁর আসন্ন ছবি 'সত্যপ্রেম কি কথা'-র প্রচারে ব্যস্ত বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান। এবার সেই প্রচারপর্বেই ছবিটির নায়িকা কিয়ারা আডবানির সঙ্গে ব্যস্ত কার্তিক। এবার ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে দেখা গেল এই বলিউড তারকাকে। বিমানের ফার্স্টক্লাসে না চড়ে ইকোনমি ক্লাসে বলিউড তারকার ভ্রমণের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও, কিয়ারা আডবানি ইকোনমি ক্লাসে ছিলেন না।
এর পরেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা কার্তিক আরিয়ানকে কার্যত 'মাটির মানুষ' বলে ডাকতে শুরু করে দিয়েছেন। যদিও, অনেকেই আবার একে ছবির প্রচারের অঙ্গ হিসেবেই দেখছেন। তাঁরা আবার সমালোচনায় ভরিয়ে দিয়েছেন কার্তিক আরিয়ানকে।
উল্লেখ্য, আগামী ২৯ জুন বড়পর্দায় মুক্তি পাবে 'সত্যপ্রেম কি কথা' ছবিটি।