বলিউডের নতুন জুটি, কার্তিক আরিয়ান ও তারা সুতারিয়া । আশিকী থ্রি সিনেমায় নাকি স্ক্রিন শেয়ার করছেন তাঁরা । কিন্তু, বলিউডে গুঞ্জন, শুধু পর্দায় নয়, বাস্তবেও নাকি লাভ বার্ড কার্তিক আর তারা ! শনিবারের রাত সেই জল্পনাকেই আরও উস্কে দিল । মুম্বইয়ের একটি রেস্তরাঁর বাইরে পাপারাজ্জীদের ক্যামেরায় লেন্সবন্দী হলেন দু'জনে ।
সপ্তমীর সন্ধেয় মুম্বইয়ের একটি রেস্তরাঁ থেকে বেরোতে দেখা যায় কার্তিক ও তারাকে । কার্তিকের পরনে সাদা শার্ট ও প্যান্ট, বডিকন পোশাকে দেখা গেল তারাকে। দু'জনে একে অপরকে জড়িয়ে ধরেন । তারপর যে যার মতো গাড়িতে উঠে চলে যান । আর এই সবটাই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে ।
কার্তিকের সঙ্গে এর আগে একাধিক বলি সুন্দরীর নাম জড়িয়েছে । সারা আলি খানের সঙ্গে ব্রেকআপের খবর সকলেরই জানা । তার পর অনন্যা পাণ্ডের সঙ্গেও নাম জড়ায় অভিনেতার। সম্প্রতি, হৃতিক রোশনের তুতোবোন পশমিনা রোশনের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল তাঁকে । যদিও, অনেকের ধারণা, কার্তিক-তারা-র ডিনার ডেট আসলে আশিকী থ্রি-এর প্রচার ছাড়া আর কিছুই নয় ।