৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (ইফি) (IFFI)র সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে তুমুল বিতর্ক। বিতর্কের কেন্দ্রে বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। ছবিটি অশ্লীল,প্রোপাগান্ডা ছবি, মন্তব্য জুরি সভাপতি নাদাভ লাপিডের (Nadav lapid)। এই 'প্রচারমূলক' ছবিতে শিল্পের কোনও জায়গাই নেই, বলেন জুরি সভাপতি।
খ্যাতনামা ইজরায়েলি পরিচালক লাপিডে জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিভাগে থাকা ১৫টির মধ্যে ১৪টি ছবিতেই মধ্যে নানা দোষ ত্রুটি সত্ত্বেও সিনেম্যাটিক কোয়ালিটি ছিল, ব্যতিক্রম শুধু বিবেক অগ্নিহোত্রীর ছবিটি। জুরি চেয়ারম্যান স্পষ্ট জানিয়েছেন জুরি সদস্যদের প্রত্যেকেরই এই ছবি দেখে অস্বস্তি হয়েছে'।
কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং কেন্দ্রীয় তথ্য়-সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগানের উপস্থিতিতেই ‘দ্যা কাশ্মীর ফাইলস’ নিয়ে তোপ দাগেন ইফির জুরি চেয়ারম্যান।
ছবিটিতে প্রধান চরিত্রে রয়েছেন অনুপম খের (Anupam Kher), মিঠুন চক্রবর্তী এবং পল্লবী জোশী। বিতর্কের মাঝেই ছবির সমর্থনে টুইট করেছেন অনুপম খের, রণবীর শোরেরা। টুইট করে অনুপম খের লিখেছেন, "মিথ্যা যতই লম্বা হোক না কেন...সত্যের তুলনায় এটি সর্বদা ছোট।"
মুক্তির আগে থেকেই নানা বিতর্ক-চর্চার কেন্দ্রে থেকেছে ছবিটি। কেন্দ্রের বিজেপি সরকার ছবিটিকে করমুক্ত বলে ঘোষণা করেছিল।