দিব্যি আয়েশ করে ঘুমোচ্ছিলেন, তা, সহ্য হল না ক্যাটরিনা কাইফের। স্বামীর ঘুম ভাঙাতেই হবে! তাই বানিয়ে ফেললেন ভয়ানক একটা প্ল্যান।!।
অকাতরে ঘুমোচ্ছেন ভিকি। ঠিক তখনই ফোনে বেজে উঠল ক্যাটরিনার গলার আওয়াজ। 'ম্যায় এক ভূত হু', সেই আওয়াজে ঘুম ভাঙতে প্রথমটায় বেশ হতভম্ব হয়ে গিয়েছিলেন ভিকি। কী হচ্ছে আসলে? তবে আসল ব্যাপারখানা বুঝতে পেরে হেসে ফেললেন। আড়মোড়া ভাঙতে ভাঙতে আবারও নিজেকে চাদরে ঢেকে ফেললেন ভিকি।
পুরো ব্যাপারটা দারুণ উপভোগ করেছেন ক্যাটরিনা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে লিখলেন, “যখন বউ ঘুম থেকে তোলার জন্য ভালবেসে ডাক দেয়”। সদ্য বিবাহিত স্ত্রীয়েরাও ক্যাটের এই পন্থা নেবেন নাকি স্বামীদের ঘুম ভাঙাতে?