হলফ করেই বলা যায়, ভিডিওর কয়েক ঝলক দেখে ক্যাটরিনা কাইফকে চেনার সাধ্য নেই কারো। হার্লে কুইনের সাজে নিজেকে সাজিয়েছেন ক্যাট। ভিডিয়োয় ক্যাটরিনা কাইফের পরিচালক অ্যাঁর কেউ নন, তার স্বামী অভিনেতা ভিকি কৌশল।
সম্প্রতি একটি ভিডিয়ো শুট করেছেন ক্যাটরিনা তারই বিহাইন্ড দ্য সিন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ক্যাটরিনা। ডিসি কমিক চরিত্র হার্লে হার্লের সিগনেচার বেসবল টুপি পরেছেন ক্যাটরিনা। হাতে রয়েছে বন্দুকও। ভিকি ক্যাটকে শেখাচ্ছেন কীভাবে ক্যামেরার সামনে বন্দুক ধরতে হয়।
Shahrukh Khan: শাহরুখের জন্মদিনে এল 'পাঠান'-এর টিজার! কয়েক মিনিটেই লক্ষ লক্ষ ভিউ
সেই ভিডিও পোস্ট করে ক্যাট লিখেছেন “যখন স্বামী পরিচালক হয়ে যান”।
গত ডিসেম্বরেই বিয়ে করেছেন ভিকি-ক্যাটরিনা। তারপর থেকে নানা ইভেন্টে, সোশ্যাল মিডিয়ায় এক সঙ্গে দেখা যায় কত্তা গিন্নিকে। সব মিলিয়ে বেশ ভালই কাটছে দাম্পত্যের প্রথম ইনিংস।