বিয়ের পর প্রথম বড়দিন উদযাপন। একটু স্পেশাল না হলে চলে? ভিকি ক্যাটের ক্রিস্টমাস সেলিব্রেশনের ছবি দেখেই মালুম পড়ে, গ্র্যান্ড সেলিব্রেশন বেশ জমাটিই হয়েছে নব দম্পতির। শোনা যায় বিয়ের তারিখ ঠিক করার সময়ও নাকি বড়দিনের কথা মাথায় রেখেছিলেন ক্যাট।
বাহারি এক ক্রিস্টমাস ট্রিয়ের পাশে দাঁড়িয়ে ভিকি। উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে রেখেছেন ক্যাটকে। বড়দিনে বন্ধু বান্ধবদের জন্য একটি ঘরোয়া পার্টি রেখেছিলেন ভিকি ক্যাট। কবীর খান, মিনি মাথুররাও ছিলেন পার্টিতে। খানা পিনার ব্যবস্থাও ছিল জবরদস্ত।
নব দম্পতির নতুন আস্তানাও দারুণ সাজিয়েছেন তাঁরা। পার্টির ছবি থেকেই তা স্পষ্ট।