প্রেমে, ভালবাসায় কথা কত জরুরি, কিম্বা আদৌ জরুরি কি? মনের মানুষ মুখ ফুটে একটা কথাও যদি না বলে, তাহলে বুঝতে পারা যায়? আর যদি প্রিয় মানুষটা বাকশক্তি হারিয়ে ফেলেন? শুধু চোখের দিকে তাকিয়ে আজীবন সব হিসেব মিলিয়ে দেওয়া যায়? উত্তর দেবে কথামৃত। হ্যাঁ কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)-অপরাজিতা আঢ্য- (Aparajita Adhya)র নতুন ছবি কথামৃত।
ছবির পরিচালনায় জিৎ চক্রবর্তী। ছবির নাম ‘কথামৃত’ (Kathamrita)। নির্বাক প্রেমের গল্প নিয়ে বড় পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kausik Ganguly) ও অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)।
ছবির গল্প মূলত সনাতন ও সুলেখাকে কেন্দ্র করে। সব ভালই চলছিল, এক দুর্ঘটনায় বাকশক্তি হারায় সনাতন। সুখের দাম্পত্যে বড় ধাক্কা। জীবনের নতুন মোড়ে এক নিটোল দাম্পত্য। কী হবে দুজনের? সেই গল্পই বলবে ‘কথামৃত’
গল্পে অভিনবত্ব তো রয়েছেই। তাছাড়া ছবির মূল চরিত্রে বাংলা সিনেমার দুই পাওয়ার হাউজ থাকছেন। তাই ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শক মহলে উন্মাদনা তৈরি হয়েছে।
২৩ এপ্রিল থেকেই শুরু হবে ‘কথামৃত’ ছবির শুটিং। এই ছবিতে কৌশিক ও অপরাজিতা ছাড়াও দেখা যাবে বিশ্বনাথ বসু ও কাঞ্চন মল্লিককে।