বুধবার যখন রমরমিয়ে চলছে শাহরুখের 'পাঠান' (Pathaan Release), তখন একের পর এক প্রেক্ষাগৃহ থেকে সরে যাচ্ছে বাংলা ছবি । এই নিয়ে সরব হচ্ছেন টলি তারকারা । একইভাবে বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। তাঁর ছবি 'কাবেরী অন্তর্ধান'-এও প্রভাব পড়ছে 'পাঠান'-এর । সম্প্রতি, ফেসবুকে লাইভ করে বাংলা ছবি নিয়ে তাঁর দুশ্চিন্তার কথা তুলে ধরেছেন । তাঁর কথায়, শাহরুখ খান (Shah Rukh Khan_ বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর,অথচ তিনি বাংলা ছবির পরিস্থিতির কথা আদৌ জানেন কি না, সেই বিষয়ে সন্দেহ রয়েছে ।
লাইভে কৌশক গঙ্গোপাধ্যায় 'পাঠান'-এর সাফল্য কামনা করেছেন । তাঁর কথায়, শাহরুখ খানের সিনেমা সবাই দেখবে, সেটাই স্বাভাবিক । তারপরেই তাঁর মূল বক্তব্য রাখেন কৌশিক গঙ্গোপাধ্যায় । তিনি বলেন, বলিউডের বড় বড় প্রযোজকেরা সিঙ্গল স্ক্রিনগুলোকে শর্ত দেন ছবি নিলে সব শো-এ তাঁদের ছবি চালাতে হবে । যে ছবি হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা করবে এমন একটা সুযোগ হাতছাড়া কেউই করতে চাইবেন না । তাই নিরুপায় হয়ে তাঁদের ছবি নিতে হচ্ছে । যদিও কৌশিক গঙ্গোপাধ্যায় জানিয়েছে, কয়েকজন ব্যতিক্রম মানুষের জন্য আজও বাংলা ছবি দেখা যাচ্ছে । তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন, Censor On Pathaan: দীপিকার 'বেশরম' গেরুয়া বিকিনিই হল কাল? 'পাঠান'এ সেন্সরের কাঁচি ১০ জায়গায়
কৌশিকের কথায়, "আমার অনুরোধ যে শো-ই পাচ্ছেন আপনারা দেখুন । ১২টার শো হলে ১২টায় দেখুন । নয়তো পরের সপ্তাহে শুনব, টিকিট বিক্রি হয়নি, তাই তুলে দেওয়া হল। খারাপ লাগে যখন এত পরিশ্রম করে একটা ছবি বানানোর চেষ্টা করি, যখন দেখি সেই ছবি নিজের জায়গাতেই দেখাতে পারছি না ।