নিজের দেশকে, বাংলাকে নতুন করে চেনাবে তিন জুনিয়র ডাক্তার । সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে অন্ধবিশ্বাস, কুসংস্কার রয়েছে, জাতপাতের বিভেদ রয়েছে, তার বিরুদ্ধে লড়াই করবে 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chhele) । সম্প্রতি, কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'লক্ষ্মী ছেলে'-র ট্রেলার (Lokkhi Chhele Trailer) প্রকাশ্যে এসেছে । ট্রেলারেই দর্শকদের নজর কেড়ে নিয়েছে শিবপ্রসাদ-নন্দিতা জুটির এই ছবি । এই ছবিতেই প্রথমবার কৌশিকের পরিচালনায় পর্দায় দেখা তাঁর পুত্র উজান গঙ্গোপাধ্যায়কে (Ujaan Ganguly)।
তিন মিনিটের ট্রেলারেই ছবির বিষয়ভাবনা স্পষ্ট । তথাকথিত নীচু জাতের ঘরে জন্মেছে এক কন্যা । তাঁর দুটো নয়, চারটে হাত । রটে গিয়েছে সে দেবীর অবতার । তাঁকে দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছে মানুষ । প্রণামী বাক্স ভরছে, এমনকী সমাজের উঁচু স্তরের মানুষরাও ‘দেবী’র আর্শীবাদ নিতে আসছেন । কিন্তু, তরুণ ডাক্তারদের মতে, ওই শিশুর অস্ত্রোপচার প্রয়োজন । শুরু হয় কুসংস্কারের বিরুদ্ধে বিজ্ঞানের লড়াই । বন্ধুদের নিয়ে জুনিয়র ডাক্তার আমির হুসেনের রুখে দাঁড়ানোর গল্প । ট্রেলারের শেষে রক্তমাখা দুই পা, শিহরিত করবে। ধর্মীয় গোঁড়ামি আর কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে কী করে সেই শিশুর প্রাণ বাঁচাবে আমির ও সঙ্গীরা ? কে জিতবে এই লড়াইয়ে ? তা জানতে গেলে ২৫ অগাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে ।
আরও পড়ুন, Dev in Varanasi : গলায় রুদ্রাক্ষের মালা, কপালে লেপা চন্দন, কাশী বিশ্বনাথ মন্দিরে দেব
আমির হুসেনের চরিত্রে অভিনয় করছেন উজান গঙ্গোপাধ্যায় । এছাড়াও ছবিতে রয়েছেন, ঋত্বিকা পাল (Ritwika Pal) ও পূরব শীল আচার্য (Purab Seal Acharya), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), ইন্দ্রাশীস রায়, বাবুল সুপ্রিয় ও আরও অনেকে ।