চলছে প্রাইড মন্থ, এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষের অধিকার, সাম্যনিয়ে সচেতনতার জন্য আলাদা একটা মাসের উদযাপন।
সেই মাসেই গোটা বাংলার জন্য সুখবর। আন্তর্জাতিক স্বীকৃতি পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'নগর কীর্তন'। ঋদ্ধি সেন, ঋত্ত্বিক চক্রবর্তী অভিনীত ছবিটি ভারতীয় ছবির তালিকায় প্রথম দশে রাখল ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (BFI)। এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষদের নিয়ে তৈরি হওয়া ছবির তালিকা তৈরি করা হয়েছে।
Koel Mallick-Yoga Day: শীর্ষাসনে 'মিতিন মাসি'! কোয়েল মল্লিকের ফিটনেস দেখে তাজ্জব ভক্তরা
২০১৯ সালে মুক্তি পাওয়া নগর কীর্তন ছাড়াও তালিকায় রয়েছে, 'ফায়ার', 'মাই ব্রাদার নিখিল', 'মেমোরিজ ইন মার্চ', 'মার্গারিটা উইথ আ স্ট্র' এর মতো ছবি।