'খড়কুটো' ধারাবাহিকে তাঁদের জুটি জনপ্রিয় হয়েছিল খুব। তারপর 'বালিঝড়' ধারাবাহিকেও একই জুটিকে দেখা গিয়েছিল, কিন্তু বালিঝড় অবশ্য বেশিদিন টিআরপি তালিকায় জায়গা করতে পারেনি। আচমকাই শেষ হয়েছে ধারাবাহিক। এবার যীশু সেনগুপ্তের প্রযোজনা সংস্থায় নতুন ধারাবাহিকে কাজ করতে চলেছেন কৌশিক।
আনুষ্ঠানিক ঘোষণা এখনও না হলেও কথা নাকি পাকা হয়েই গিয়েছে, ধারাবাহিকের প্রোমোও প্রকাশ্যে আসবে খুব শিগগির। কিন্তু গল্পে কৌশিকের নায়িকা কে? এবারও তৃণা? তা এখনও সুনিশ্চিত নয়।
Chinese Influencer Dies: ১০০ কেজি ওজন কমাতে গিয়ে মৃত্যু চিনা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের
তবে গুনগুন-সৌজন্য-র জুটি আরও একবার পর্দায় দেখার জন্য মুখিয়ে আছে বাংলার দর্শক।