দর্শকদের বিনোদনের অন্যতম মাধ্যম হল ধারাবাহিক। সন্ধে হলেই বাঙালির ড্রয়িং রুম জুড়ে থাকেন জগদ্বাত্রী, শিমুলরা। ফের নতুন ধারাবাহিকের ঘোষণা করেছে জি বাংলা।
‘গৌরী এলো’র পর জি বাংলার হাত ধরেই ছোটপর্দায় কামব্যাক করছে মোহনা মাইতি। প্রকাশ্যে এসেছে ধারাবাহিক ‘কে প্রথম কাছে এসেছি’ র প্রোমো। সিঙ্গল মাদারের গল্প নিয়ে শুরু হবে এই ধারাবাহিক।
KKR Match: শনিবার ঘরের মাঠে কলকাতার শেষ ম্যাচ, গ্যালারি আলো করে রইলেন জুহি, ঋতু, অনন্যা, সুহানারা
৫ বছরের মেয়ে মিহিকে নিয়ে মধুবনীর যাপনের গল্প বলবে এই নতুন ধারাবাহিক। অফিসের বসের সঙ্গে মিহির বন্ধুত্ব কি নতুন জীবন দেবে মধুবনীকে? সেই গল্পই বলবে ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকটি।