পাঠান-এর রেশ কাটার আগেই কিং খান ভক্তদের জন্য এল বহু প্রতীক্ষিত 'জওয়ান'-এর ট্রেলার। আটলি পরিচালিত ছবিতে কিং খানের লুক, হাড় হিম করে দেওয়া অ্যাকশন, শাহরুখের মুখে চমকে দেওয়া সংলাপ, কী নেই! স্বাভাবিক ভাবেই ট্রেলার মুক্তির সাথে সাথেই সাড়া পড়ে গিয়েছে কিং খান ভক্তদের মধ্যে।
ট্রেলারের কিছু অভিনব দিক
অ্যাকশন দৃশ্য
অ্যাকশন দৃশ্যে শাহরুখ অনবদ্য, ট্রেলারের ঝলক ইতিমধ্যে শাহরুখ ভক্তদের কিং খানকে আবারও স্ক্রিনে দেখার তৃষ্ণা বাড়িয়েছে। ছবির এনার্জি লেভেল নিয়ে প্রত্যাশ্যার পারদ চড়ছে।
ছবির কাস্টিং
নয়নতারা, বিজয় সেতুপতি, প্রিয়ামনি, যোগী বাবু, বলিউড বাদশা ছাড়াও দক্ষিণের একঝাক তারকা এই ছবির সম্পদ। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে অনুরুধ রবিচন্দর।
দীপিকার ক্যামিও
'পাঠান'-এ শাহরুখ-দীপিকার রসায়ন উথাল পাথাল করেছে আসমুদ্র হিমাচল, এবার 'জওয়ান'এও দীপিকার ক্যামিও উপস্থিতি!
নায়ক, না খলনায়ক?
কেরিয়ারের একেবারে শুরুর দিকে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল এসআরকে কে, এই ছবিতে কি আরও একবার সে ভাবেই পাওয়া যাবে? ট্রেলারের সংলাপ বলছে, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।
অন্য অবতারে শাহরুখ
কখনও সারা গায়ে ব্যান্ডেজ, কখনও মুখের অর্ধেক ঢাকা মুখোশে, কখনও কামানো মাথা, একের পর এক চমকে দেওয়া অবতারে বাদশা। এসবের পর ছবি মুক্তির জন্য অপেক্ষা করা সোজা কথা?