এই মুহূর্তে ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় 'খেলনা বাড়ি'। TRP তালিকাতেও উপরদিকেই থাকে ধারাবাহিকটি৷ ধারাবাহিকে মিতুলের (Mitul) চরিত্রে অভিনয় করছে জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maiti)। অন্যায়ের বিরুদ্ধে রুকজে দাঁড়াতে দু'বার ভাবে না মিতুল।
এবার গুগলির স্কুলে হয়েছে আতঙ্কবাদী হামলা। যার জেরে পণবন্দি হয়ে রয়েছে স্কুলের সমস্ত বাচ্চারা। এই খবর পেয়ে মেয়ের স্কুলের বাইরে চিন্তায় ভেঙে পড়ে ইন্দ্র। এই সময়ই এগিয়ে এল মিতুল। পুলিশ পিকেট সরিয়ে গেট বেয়ে স্কুলের ভেতরে ঢুকতে চেষ্টা করে মিতুল। তার ভয় ডর নেই। পাশাপাশি ইন্দ্রবাবুকে সে সাফ জানায়, ‘আমি থাকতে গুগলির কোনো ক্ষতি হবে না ইন্দ্র বাবু’। তবে এই প্রমো প্রকাশ্যে আসতেই ট্রোলিং শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।