সিরিয়াল কিংবা সিনেমার পর্দায় দেখানো হয় নিখুঁত আত্মহত্যার দৃশ্য (Suicide Scene)। যা দেখে কার্যত শিউরে ওঠেন দর্শকেরা৷ দেখানো হয় ঝুলে থাকার দৃশ্য৷ কিন্তু এবার আত্মহত্যার দৃশ্য শ্যুটিং এর BTS বা Behind The Scene শেয়ার করে হাটে হাঁড়ি ভাঙলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নীল চট্টোপাধ্যায়।
'খেলনা বাড়ি' ধারাবাহিকে 'কলি'র আত্মহত্যার দৃশ্যের শ্যুটিং এর ভিডিয়ো শেয়ার করে দর্শকদের চমকে দিলেন অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে শক্ত এক দড়ি টাঙানো, সেই দড়ি হাত উপরে তুলে শক্ত করে ধরে ঝুলে পড়লেন অভিনেত্রী। নেওয়া হল তার ঝুলন্ত পায়ের শট। আর এই দৃশ্যই যখন টিভিতে আপনি দেখবেন মনে হবে যেন আস্ত একটা মানুষ গলায় দড়ি দিল।
এই মজার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি খেয়েছেন নেটবাসীদের একাংশ। তবে কারও কারও কথায় অভিনেতা অভিনেত্রীদের কাজটা মোটেই সহজ নয়। প্রসঙ্গত 'খেলনা বাড়ি' ধারাবাহিকে এই মুহূর্তে দেখানো হচ্ছে ইন্দ্রের পিসতুতো বোন কলির বিবাহপর্ব, বিয়ের সাজেই কলিকে আত্মহত্যার চেষ্টা করতে দেখা যাবে ধারাবাহিকে।