প্রায় প্রতি মাসেই নতুন ধারাবাহিক শুরু হচ্ছে আবার কিছু ধারাবাহিকের মেয়াদ ফুরোচ্ছে। কিন্তু এর মাঝে কিছু ধারাবাহিক তার গল্প, চরিত্ররা মানুষের মনে গেঁথে থাকে। ষ্টার জলসার (Star Jalsa) এমনই একটি ধারাবাহিক ‘খড়কুটো’ (Khorkuto) । ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে বেশ কিছুদিন হল। কিন্তু আজও ভাটা পড়েনি সৌজন্য এবং গুনগুনের জনপ্রিয়তার। অল্প দিনেই দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে গিয়েছিল এই জুটি। ধারাবাহিকে সৌজন্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা কৌশিক রায় (Koushik Roy) এবং গুনগুন তৃণা সাহা (Trina Saha) ।
শোনা যাচ্ছে, এবার এই জুটিই ফিরতে পারেন পর্দায়। না ‘খড়কুটো ২’ নিয়ে নয়, জানা যাচ্ছে ‘ম্যাজিক মোমেন্টস’ এর দৌলতেই ফের নতুন ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরতে পারেন সৌগুন জুটি। যদিও চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে এখনও অফিসিয়ালি কিছুই জানানো হয়নি।
এদিকে, শিগগরিই ফুরোবে লালন-ফুলঝুরির গল্প। বিদায় ঘণ্টা বেজে গিয়েছে ‘ধুলোকণা’ ধারাবাহিকের। সম্ভবত সেই জায়গাতেই আসবে নতুন ধারাবাহিক। তৃণা , কৌশিক এবং ইন্দ্রাশিষ -এর ত্রিকোণ প্রেমের কাহিনীই দেখানো হবে ধারাবাহিকে। এই খবর পেয়ে দারুণ খুশি সৌগুনপ্রেমীরা। ধারাবাহিকের আপডেটের অপেক্ষাতেই দিন গুনছেন তারা।