বলিপাড়ায় তাঁদের নিয়ে গুঞ্জন চলতেই থাকে, কিয়ারা আদবানি (Kiara Advani), সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra)। একসঙ্গে ঘুরতে যান কখনও মুম্বইয়ের মধ্যেই এদিক ওদিক। কখনও আবার দূরে কোথাও। সব মিলিয়ে প্রকাশ্যে সম্পর্ক নিয়ে মুখ না খুললেও তাঁদের পর্দার বাইরের রসায়ন জমে ক্ষীর। মন দেওয়া নেওয়ার পালা রিয়াল লাইফে হোক বা না হোক, রিল লাইফে কিন্তু হচ্ছেই, সে খবর পাকা।
এর আগে তাঁদের দেখা গিয়েছিল ক্যাপ্টে বিক্রম বত্রার বায়োপিকে ‘শেরশাহ’ (Shershah)তে। এ বার তাঁরা জুটি বাঁধবেন ‘অদল বদল’ (Adal Badal) নামে এক রোমান্টিক কমেডিতে। কিয়ারা এবং সিদ্ধার্থের চরিত্রের আত্মা গল্পে অদল বদল হয়ে যাবে।
কফি উইথ করণ সিজন ৭ এ করণ এর অতিথি হিসেবে আসছে ভিকি কৌশল এবং সিদ্ধার্থ মালহোত্রা, শোনা যাচ্ছে সেখানে নাকি কিয়ারার সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড়সড় কিছু বলতে চলেছেন সিদ্ধার্থ।