দুজনেই ঘোর সংসারী। অথচ পর্দায় দুজনের জুটি ঝড় তোলে। একসঙ্গে ছবি করেছেন মোটে একটিই। বলছি কিয়ারা আদবানি, শাহিদ কাপুরের কথা। কবীর সিং জুটির বন্ধুত্ব কিন্তু পর্দার বাইরেও বেশ গভীর। শাহিদের স্ত্রী মীরা রাজপুত কি সেটা ভাল ভাবে নেন? এবার তো সরাসরিই প্রতিক্রিয়াও দিয়ে ফেললেন।
একটু খোলসা করেই বলা যাক। কিয়ারা সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। কাউচে প্রায় আধশোয়া হয়ে আরাম করছেন, হাতে ধরা কাপে চুমুক দিচ্ছেন। সেই ছবিতেই শাহিদ কাপুরের মন্তব্য, 'সোফাটা খুব চেনা লাগছে'। কিছুক্ষণ পরেই মীরার মন্তব্য, 'চলতেই থাকবে। আবার কিয়ারার স্বামী সিদ্ধার্থ মালহোত্রা যেভাবে স্ত্রীকে ফটো কার্টেসি দেওয়ার কথা মেনশন করেছেন, তাতে স্পষ্ট , ছবি তিনিই তুলেছেন। কোথায় তোলা এই ছবি? সোফাটাই বা কেন চেনা লাগছে মীরার?
Indian Food Safety: মশলায় ক্যানসারের বীজ! বেবিফুডে অতিরিক্ত চিনি! ভারতে খাদ্যপণ্য কতোটা নিরাপদ?
আসলে শহিদ-মীরার বাড়িতেই বলিউডের দুই পাওয়ার কাপলের গেট টুগেদার ছিল। কারণ মীরার ইন্সটা অ্যাকাউন্ট ঘাঁটলেই বোঝা যাবে এ সোফা তো তাঁদেরই বাড়ির।